সুখের স্মৃতিগুলো কখন যে মুছে গেছে!
এখন অক্টোপাশের সুসময়, দুঃখ এটাই!
আর কিছু বলার নেই দৃশ্যমান দুঃসময়:
ক্ষণজন্মাদের রঙমহল এখন জমজমাট!
উচ্চাভিলাষী প্রহরীরাও বলছে, গুডবাই!
আকাশের ছোট-বড় তারকা গোনা ছাড়া
কাজ নেই তবে, বসন্তে ফুটবে রক্তজবা
আগেই হারিয়ে গেলে ক্ষমা করো প্রিয়া।
মনের জমিন জুড়ে গান গাও কত সুরে
যদিও জানি না ভালোবাসা কারে বলে!
আগামীর মন্বন্তরে, বাঁচলে এসো কাছে,
রাঙিয়ে দিব হৃদয়, প্রেমের পরশ দিয়ে,
সুখের স্বপ্ন দেখলে আপন ভেবো তবে;
ফিরে যদি পাও আমায়, থেকো হৃদয়ে।