চলমান নৈতিক অবচয়ের সুনামীতে
ভেসে গেল কত যে সুসভ্য-মহাজন!
সেই সাথে ভেসে গেল ওদের বর্নাঢ্য
ইতিহাস-ঐতিহ্যের নন্দিত অবশেষ!
নীতির শান্ত্রী হয়ে করেছিল কত যুদ্ধ;
এখন ওরা হয়ে গেছে নির্বাক-বধির!
বালির বাঁধের মত উবে গেছে শক্তি!
তবুও তারা স্বর্গের স্বপ্নে আজো মগ্ন!
খুঁজে না সে আলোকিত অতীতস্মৃতি!
পাতাল জগতের ধ্বান্তই তার আপন!
বাসনা জাগে না নবরূপে ফিরে এসে
সত্যের নিকটে করতে, আত্মসমর্পন!
দিকহারা যাত্রী হয়ে ভুলেছে ঠিকানা!
বেড়েছে দম্ভ তার দৌলতের প্রাচুর্যে!