অর্থ আর দোর্দণ্ড প্রতাপের ছায়ায় বাড়ে দাম্ভিকতা!
যা প্রশ্রয় দেয় সমাজে অমানবিকতা আর নির্মমতা!
রচিত হয় দ্রোহের কাব্য! যা পড়ে জনগণ চমকায়!
জেগে উঠে মন তাদের, অতঃপর স্বৈরকে ধমকায়!
সময়ের প্রয়োজনে, বিদ্রোহী মসিই অসি হয়ে যায়!
উত্তাল প্রতিবাদে, আন্দোলক মিলে যায় মোহনায়।
অর্ধশতক বছরে-আমাদের যত কিছু পাওয়ার কথা,
মানুষ দেখানো চেষ্টা! হয়ে গেছে সেসব শুধুই বৃথা!
অথচ, ধনভাণ্ডারে দেখতে পেয়েছি দানবীয় শূন্যতা!
দেখেনি জনতার ক্রন্দন! দেখিয়েছে উল্টো বন্যতা!
উত্তাল সাগরের সুনামিতে যদি ভেসে যায় উপকুল,
মজলুম জনতার মিছিল পরিণত হয়ে যায় ছিন্নমূল!
কষ্টে দিশেহারারা খুঁজে আশ্রয়, পায় না আর স্বজন,
জালিমের জুলুমে, অসহায় জনগণ হারায় প্রিয়জন!
স্মৃতি তখন ওদের মনোমাঝে তোলপাড় করে হায়;
মনের অজান্তে দ্রোহ এসে, মুক্তির স্লোগান শেখায়!
প্রতিবাদের প্রাবল্যে! হৃদে বাড়ে গণ-ঐক্যের দায়।
মানুষ তখনই স্বদেশ জুড়ে! গুণগত পরিবর্তন চায়।
আজ যারা ক্ষমতায় যাবার আশায়, হয়েছ উদগ্রীব!
মনে রেখ, সজাগ স্বপ্নচারী জনতা নয় আর নির্জীব;
অর্জনগুলো ধরে রেখো, আগামী প্রজন্মের কল্যাণে-
নইলে কেউই পাবে না পার, তাদেরই আন্দোলনে।