এ কেমন যুদ্ধ ! যা দেখে নাই বিশ্বের জনগণ-
রণক্ষেত্রে জননী এসেছে পুত্রকে নিয়ে সাথে!
এ কেমন বিপ্লব ! বলে যাও দার্শনিকগণ-
মায়েরা বিলিয়ে দেয় সন্তানদের তৃষ্ণার জল!
আন্দোলনের এ কেমন দৃশ্য বিশ্ব করে অবেক্ষণ!
টিয়ারগ্যাসের ঝাঁজ তাড়াতে জল ছিটায় নারীগণ!
ছাত্রীরা বেঁধেছে জোট, বিলিয়ে দিতে নিজ জীবন!
অবাক বিস্ময়ে লিখে ইতিহাস-ইতিহাসবেত্তাগণ!
কাদের তুমি সংহার করতে চাও জালিম?
যারা স্বেচ্ছায় বুক চিতিয়ে দেয় বুলেট করতে হজম!
তোমরা মারবে কত আর, মেরে যাও বার বার-
ওরা শহীদ হবার স্বপ্ন দেখে, হাজার-লক্ষ-বেশুমার!
একাত্তর গিয়েছে অতীতের গর্ভে ঢের আগে-
এ প্রজন্ম মিথ্যা কি বুঝে, সত্য চিনতে পারে;
এরা জানে, দেশপ্রেমের সংজ্ঞা কোনটা বিশুদ্ধ,
ওদের হাতে লাল-সবুজের ঝান্ডা উড়ে-
সাথে মিছিলে-মিছিলে স্লোগান উঠে বজ্র সুরে!
দেরী নেই আর বেশিক্ষণ, শুনি ঐক্যবদ্ধ গর্জন-
মুক্তি এসে ছুঁয়ে যাবে, আন্দোলিত হয়েছে ভুবন!
ওরাই আজ মুক্তিসেনা, সেলুট জানায় বীর জনতা-
সংশয়ের দেয়াল ভেঙ্গে দলে-বলে শ্রদ্ধা ভরে,
তারা সব শহীদ ভাইয়ের রক্ত ছুঁয়ে নিচ্ছে শপথ-
আনবে নতুন সকাল, নতুন ফুলের ঘ্রাণ ছড়িয়ে।
দুঃখ ভুলে হাসবে মানুষ, রবে না ঠুনকো ফানুস-
আলোর মেলায় মিলবে সবাই হাত বাড়িয়ে।