ভণ্ডরা ওদের প্রতিপক্ষরে ভয় পায়!
ভাবে বিনাশ করতে করবে ষড়যন্ত্র!
মকদ্দমায় ফেলে করবে কুপোকাত!
ভাবেনা অমিত্রের-ঈমানদারী নিয়ে!
সত্যবাদিতা যে, হতে পারে তাদের
জয়ের প্রয়োজনে-বৃহত্তম হাতিয়ার।
অসতের সাথে যুদ্ধজয় অসাধ্য নয়;
কারণ বিত্তশালী জনবলে-অসংশয়!
চায়-ওরা, বহুমুখী শাসনিক সমর্থন
ক্ষমতার দম্ভে করতে চায়-নিদারূণ
হয়রানী ক্ষয়ক্ষতি-অবজ্ঞা-অপমান!
তবে প্রতিপক্ষ ন্যায়পর হলে আসে
তার তরে-আল্লাহ'র গায়েবী মদদ।
তাঁর শক্তির কাছে, বিশ্ব মানে হার!
তাই ঈমানদারী আর সত্যের চেয়ে
আর কোন বড় অস্ত্র দুনিয়াতে নাই।
তখন, ওদের মাঝে আত্মসমর্পণের
তাগিদ, আপনা আপনি বেড়ে যায়!
এটাই সৎ প্রতিপক্ষের বিশাল জয়।
ঈমানদারীই সর্বাপেক্ষা শক্তিশালী!
কারণ, আল্লাহ্’র কাছ থেকে তখন
অপ্রতিরোধ্য সহায়তা পাওয়া যায়।
যার কাছে সব শক্তি পরাজিত হয়!
কারণ, সত্যের শত্রুর কাঁপে হৃদয়।