মুখোশের আড়ালে! বর্ণচোরা খেলে রঙের খেলা!
রাতের আঁধারে অভিসারী হয়ে মাতায় জলসাঘর!
দিনের আলোয় বসায় কত, নির্লজ্জ ছলার মেলা!
অথচ, অতীতে পতিত ঘাতকদের ছিল না আদর;  

ভোজবাজির মত, রক্তরাঙা হাতে মাতে অভাজন!
বলে কত ছলে, ওরাই বিজ্ঞ বটে, সুরের আসরে!
চালায় ট্রামকার্ড! সকালে-সন্ধ্যায়, সেই মহাজন!
বোঝাতে চায়, ওরাই পন্ডিত-অভাগাদের বাসরে!

গোঁজামিল দিয়ে অচলকেই সচল বলে নির্দ্বিধায়!
আগে পিছে না বুঝেই, প্রিয়জন দেয় তাতে সায়!
বেড়ে যায়-অবিরত হিসেবের গড়মিল-অনাস্থায়!
কুটকৌশলে! অমিত্রকেই! মুখপাত্র বানাতে চায়!

বিজয়ানন্দকে কত সহজেই, ছিনতাই করে হায়!
অথচ ত্যাগীদের সাথীরা না বুঝেই বাদ্য বাজায়!