বদলেছে দেশপ্রেমের জীর্ণ(!) সংজ্ঞা!
চোখের সামনেই উপস্থিত যে পৃথিবী-
তাতেই পরিস্কার হয়ে যায় ক্রমাগত;
পশু থেকে মানুষ নয়, মানুষ থেকেই
জন্মলাভ করছে! পাশবিক সংস্করণ!
যাদের গভীরে নেই মানবিক ভাবনা!
তারা বুঝতে আর বিশ্বাস করতে চায়-
স্বার্থোদ্ধারই পার্থিব ক্ষমতার মূলসূত্র!
যে যেখানেই আছি, ভাবি তাকে স্বর্গ!
যেভাবেই হোক কুক্ষিগত করতে চাই
অর্থ-সম্পদ আর প্রতিপত্তির প্রস্রবন!
তাহলেই হবে বুঝি জন্মলাভ সার্থক!
হায়! মানবমনে নীচতার জন্ম হলেই
উন্মুত্ত হয়ে যায়, ভোগের প্রশস্ত পথ!