পরিস্থিতি যখনই লেজে-গোবরে হয়ে যায়,
কেউ বা তখন কারো কাছে ভারী মনে হয়!
সাধু বলে যারা দাবী করে,ওরা বিব্রত হয়!
কেউ কেউ অবশ্য অপমানিতও বোধ করে!
যারা সবার জন্য বোঝা হয়ে যায় তারা কি
কখনো নিজেদের মূল্য বোঝার চেষ্টা করে!
উল্টো সেই, অন্যদেরকে গুরুত্বহীন ভাবে!
অজ্ঞাতে শত্রুকে তুরুপের তাস তুলে দেয়!

কারো অন্তিম শ্বাসে, কেউ বা থমকে যায়!
শুরু হয় নিগূঢ় দোষগুলো খুঁজে বের করা!
ছড়িয়ে পড়ে ইথারে! চমকিত হয় জনগণ!
কেউ বা হাসে! তবে মুষড়ে পড়ে প্রিয়জন!
নিন্দিত হয় কত সাধুজন! চোখের পলকে!
প্রমাদ গুনতে থাকে, আশাবাদী মানুষজন!