রাজনীতিও-রূপক কবিতার মত, দুর্বোধ্য!
জনতার সেবক বলেও! হয়ে যায় অবাধ্য!
তারা যেটা মুখে বলে করে তার বিপরীত!
রাতে ক্ষতি করে, প্রভাতেই করে মোহিত!
ফেরেস্তার মত সাধু সেজে, করে মহাচুরি!
গাদ্দারী করে ওরা! প্রমাণ আছে ভূরিভূরি!
আপন স্বার্থ ছাড়া, কখনো কিছু করে নাই!
ধরা পড়লে বলে, তোরাতো-আমার ভাই!
প্রয়োজনে ধরে পা-ফুরালে হয় মহারাজা!
কখনো মনে হয়, অসাধুকে দিবেই সাজা!
পরে দেখি-ওরা গোপনে করে বাটোয়ারা!
ভোটের মরশুমে, দেখে মনে হয়-বেচারা!
চুরিদারি করে একবার গেলে ওরা জিতে!
কে আর পায় তারে, মশগুল থাকে গীতে!