কই গেলো সব বৈশাখীর দল
করল ক্যানো অভিমান!
দেখিনা ওদের ঘর ভাঙা ঝড়
হারালো কি সেই তুফান?
শিশুরদল ঝাঁপায় খালেবিলে-
শূন্য দেখি আম বাগান!
কালো কালো মেঘ ভাসে না!
গরমে সব যায় যে প্রাণ!
ব্যতিক্রমী এ বোশেখ মাসে
জমছে নারে সেই মেলা
মেঘ-বাদলে ঝরছে না জল!
মরণশ্বাসেই যায় বেলা!
হট! অফিসার কট হয়েছে!
ঝলসে গেছে দেহ তার!
বইতে উনি পারছেনা আর
মজার পদের কষ্টভার!
মে দিবসের বিজয় মিছিল-
ভেস্তে গেলো উত্তাপে!
পথে-ঘাটে যাওয়াই বিপদ
নিষেধ করে মা-বাপে!
পাপের ভারে ভরছে ঘড়া!
দুঃখে বুঝি যাবে জান!
ক্ষুব্ধ প্রভু তাইতো হানেন
সকাল-সাঁঝে তপ্তবাণ!