জমিদারের তল্পিবাহকরা হাওয়ার গতি বুঝে
হাতে তুলে নিত লাঠিয়ালের কদর্য হাতিয়ার!
আজ জমিদার নেই রয়েছে তাদের নষ্টদর্শন!
তাই উঠছে আজ মুক্তির জোরালো আওয়াজ।
উচ্ছিষ্টভোগীদের দাম্ভিক আচরণ তাই বলছে;
বিনিদ্ররজনীতে মায়ের আর্তনাদে অশ্রু ঝরে!
ক্ষুব্ধের আহাজারি জনপদে অসন্তোষ ছড়ায়!
তবু্ দমে না জুলুমের শ্বাসরুদ্ধকর আবেষ্টন!
শান্তির সন্ধানে নিপীড়িতগণ কাঁদে নিত্যদিন
সঙ্কটমোচনে নেই মানবিক ভাবনার আভাস;
দীনতা গ্রাস করে হীনতার আগ্রাসনে দৈনিক,
ছন্দহীন মুক্তির আকুতি খারিজ হয় বারবার!
স্বপ্নহীন হয়ে যায় গণমানুষ বরাবর শোষণে!
শেষে, গণজোয়ারে ভাঙ্গবে শোষকের কেল্লা।