সুখের পাখি হাসায় বেশি কাঁদায় খুবই কম,
স্বপ্ন দেখায় দিবানিশি, অনেকটাই তার দম।
বাম আর ডান সব্বাইকে, ভাবে সে আপন;
সাদা মানুষ সাদা চোখে খোঁজে তাই সুজন।
আলোকরশ্মি চায় ছড়াতে, অন্ধকার ভুবনে;
চায় সে থাক সবাই ভাল-সুস্থ থাক জীবনে।
চায় সে তার কাননখানি ছড়িয়ে দিক সুগন্ধ,
পড়শিও স্বপ্ন দেখুক, দোল দিয়ে যাক ছন্দ।
কলিকালে মন্দ হাসে! চায় সে কাঁদুক বিশ্ব!
নষ্ট যারা তারাই খাসা-ওরাই যে তার শিষ্য!
চায় সে শুধু নিজেই খাবে, বাকি রবে কষ্টে!
চায় না জ্ঞানী মিত্র হয়ে, থাকুক তার লিষ্টে!
অসৎ নিয়ে আবাদ করে, জমিন জুড়ে পাপ,
চোখ দু'টি দিচ্ছে বলে, সে এক নিঠুর সাপ!