স্রষ্টার সাথে বৈরিতা করে মুক্তি চাও?
তাই সৃষ্টির সাথে প্রহসন কর বারবার!
চেতনার বাতি জ্বালিয়ে ঝাপসা অন্তরে
কি এমন সুখ-সান্ত্বনা খুঁজে তুমি পাও?
স্বপ্নের আল্পনা এঁকে-এঁকে প্রতি মনে-
ছড়িয়ে দিয়ে কি বারতা শোনাতে চাও;
তার চাইতে উত্তম-আলোর পথে হেঁটে
চিরমুক্ত, নন্দিত কাননের সন্ধান দাও।
সত্যকে প্রশ্নবিদ্ধ করে পারবে না তুমি
আপন বাসনার জয়গান গেয়ে বাঁচতে;
পারবে কি তুমি অন্তিম প্রলয় রুখতে?
তার চেয়ে ভালো, চির সুন্দরের কাছে-
আত্মসমর্পণ করে, চিরন্তন শান্তি নাও,
তাতেই মুক্তি সুপ্ত-মিলবে শান্তির দ্বার।