ওরা মানবতার শত্রু-ঘৃণা করি বারবার!
পরন্তু, তোমরা তাদেরই বন্ধু হতে চাও!
হতে চাও অভিজাত! ছেড়ে মাটির-টান!
তুমি তো নিজেকেই চেন না! স্বপ্ন এঁকে-
এঁকে করো ওদের মনোরঞ্জনের প্রয়াস!
কি যে ভাবো নিজেদের, সত্যকে ভাবো
সগৌরবে মিথ্যা! আবার ভাবো অনিন্দ্য
তুমি নক্ষত্রের মত! তুলে ধরো নিজেকে
দরবারে পাবার আশায় বাহবা সওগাত!
সামলাতে পার না, উচ্ছিষ্টের প্রলোভন!
এভাবেই এড়িয়ে যাও স্বদেশের সম্মান!
পাওনা আর শিকড়ের ঘ্রাণ! সাথে সাথে
ভুলে যাও দেশপ্রেম-আল্লাহ্’র পরাক্রম-
যার প্রতি করো না-অনুবর্তিতার প্রকাশ।