কালোর মিছিল থেকে যদি আলোর প্রশ্ন উঠতো-
আঁধার বিদূরিত হয়ে জগতটা হতো আলোকিত।
অন্ধকার তাড়াতে নেমেছিল জোনাকি অগণিত,
হারিয়ে স্বীয় আলো! হয়ে গেল অরণ্যেই অতীত!
আশা নিয়ে বাসা বাঁধতে চায়-উপায়হীন জনগণ,
আশাও জাগে মনে, তবু কেন ডুবে যায় উঠোন?
যাকে নিয়ে দেখে ওরা স্বপ্ন-সেখানেই ধরে পচন!
আর কত বাড়বে হতাশা! দুঃখ যে বাড়ছে ভীষণ!
ক্ষুব্ধ জমিনে স্বপ্নহীন মানুষের এ কেমন জীবন!
তবে কি পাবে না মানুষ আর কখনো বন্ধু-স্বজন!
যারা ছড়াবে মুক্তির বাণী, আলোকিত হবে ভুবন!
সবই কি ভণ্ড! কেউ কি নেই, করবে হৃদয় হরণ!
হে আল্লাহ্! আজ দেখাও তোমার শ্বাশ্বত জ্যোতি;
যে আলোয় মোহিত জগতে বাড়বে সত্যের গতি।