ঘোরের মাঝে ঘুরিফিরি
মনের মাঝে বলয় গড়ি-
আল্লাহ্ ভুলে গিয়ে!
কথার মালা গেঁথে গেঁথে
স্বীয় গলে নিজেই বেঁধে
উড়ি আকাশ দিয়ে!
তলার উপর তলা তুলে
ঝুলি যেমন বাদুর ঝুলে
ঝাপসা দেখি নীচে!
উপর দিকে থুথু ফেলে
বেঁচে থাকি বর্জ্য গিলে
আসল ভাবি মিছে!
দম্ভে ভাবি তুচ্ছ হাশর!
জলসা ঘরে রচি বাসর
যৌবন ধরি বাজি!
ঔদ্ধত্যে ভাঙ্গি শুদ্ধাচার
ইচ্ছেমত করছি বিচার-
স্বয়ং সেজে কাজী!