কালিক ঝড়ের তান্ডবে সরে যায় কৃষ্ণকালো মেঘ!
তার ফাঁকে ফাঁকে উঁকি দেয়, নবরশ্মি-জ্যোতির্ময়!
কিছু কিছু স্থাপনার আঙিনায় সগৌরবে উড়ে ঝান্ডা
শুনি ছন্দিত ধ্বনি-নব আহবান কালের প্রয়োজনে!
তবেকি হবে ফের-ইতিহাসের পুনরায় প্রত্যাবর্তন?
হতেও পারে-আলেয়ার খেলা! অথবা পুনঃপ্রকাশ!
হায়রে ভাগ্যের পরিহাস! দাবার ঘুটির কারিশমায়,
সময় লাগে না ঘুরে যেতে বাতাস! স্রষ্টা যদি চায়।
তখন হতে পারে-প্রশান্তির অনিন্দ্য প্রবাহ সর্বদিক,
ছুঁয়ে যাবে নাগরিক সমাজের সদরে-অন্দরে স্বস্তি।
কপোত-কপোতী খেলবে-আঙিনায় নূপুরের ছন্দে;
বাঁশরী বাজবে রাখালের অধরে, মিলনের আনন্দে।
স্বপ্ন বলবে হেসে, নির্জনে পাশে বসে সুরভি মেখে!
মুক্তির আভাসে, তৃপ্তির-অভিলাষে মোহনীয় রাতে।