অতি দ্রুত বদলে যাচ্ছে পুরো পৃথিবীর পটভূমি!
তবে কি এ দেশ হতে যাচ্ছে, ফিলিস্তিনের জমি!
কারাই বা করছে এ অঞ্চলে, আগুন নিয়ে খেলা!
বুঝেশুনে কর কাজ, নইলে বুঝবে সেই অবেলা!

গণতন্ত্র-মোহমন্ত্র, সৃষ্টি করে জগতে মহা ষড়যন্ত্র!
সে ধারায় আসছে ধেয়ে-আগামী বিশ্বে স্বৈরতন্ত্র!
গণতন্ত্রের মুখোশে ঘাতক চালায় ক্রদ্ধ হত্যাযজ্ঞ-
অথচ দাবী করে, তারাই নাকি উৎকৃষ্ট বিশেষজ্ঞ!

সর্বদা ফেরি করে ওরা, মানবতার বাণী বিশ্বময়!
যদিও হাসপাতালে বোমা মেরে পেতে চায় জয়!
বৃদ্ধ-নারী-শিশুরে বানায়, হামলার শিকার নিত্য!
বিশ্বে দেখাতে চায় পরাক্রম-ওরা দৈত্যের ভৃত্য!

যতই চালাও ধ্বংসযজ্ঞ! বাস্তবেই তোমরা অজ্ঞ!
শুনো অভিশপ্ত! নও কিন্তু, আল্লাহ্’র মতই বিজ্ঞ।