খরার প্রচন্ডতায় চারিদিকে হাহাকার!
হাত-পা গুটিয়ে বসে আছে নেই কাজ কারবার!
সবারই চোখে-মুখে ভয়াল উৎকন্ঠা,
প্রত্যাশা এই, মেঘে মেঘে গগন হোক অন্ধকার।

নেমে আসুক অঝোর ধারায় বৃষ্টি,
উল্লাসে নেচে উঠুক অসহায় পোড় খাওয়া সৃষ্টি!
আবারও ভরুক ধান দিয়ে গোলা,
সর্বদিকে ছড়িয়ে পড়ুক, চিরাচরিত সুখের কৃষ্টি।

স্বপ্ন দেখা ঘরণীর আশা হোক পূর্ণ,
লাগুক প্রাণে দোলা, ধুয়ে-মুছে যাক সমস্ত জীর্ণ;
কেটে যাক বিপদ, মহানের দয়ায়,
আর যেন না হয় অভূক্ত-অসহায় মানুষেরা শীর্ণ!

রহমানুর রহিম তুমি দয়ালু বড়ই,
করো না আশাহত, আমরা যে তোমার মদদ চাই;
তাপদাহে অতিষ্ঠ দেশের জনগণ,
তুমি ছাড়া আমাদের আর কোন অভিভাবক নাই।



(গতকাল ১৫/০৪/২৩ তারিখে প্রকাশিত –কবি, মোঃ সিরাজুল হক ভূঞা’র “বাদলেই সমাধান” কবিতায় করা আমার মন্তব্যটিকেই সম্পাদনা করে আজ প্রকাশ করলাম, তাই প্রিয় কবি, মোঃ সিরাজুল হক ভূঞা'কেই উৎসর্গ করলাম)