আলোকিত ধারা আমি করি অনুসন্ধান,
হে মহান স্রষ্টা, দিও সুশোভিত উদ্যান।
যেখানে মিষ্টি হাওয়া বরাবর ছুঁয়ে যায়,
স্বপ্নের মত আহা হৃদয়কে দোলা দেয়।
আকাশে থাকে যদি পূর্ণিমার ভরা চাঁদ-
না যেন থাকে তাতে কোন-অশুভ খাদ;
তার মাঝে কুসুমিত-হয় যদি সরোবর!
তার পাশাপাশি যদি চলে-দুধের নহর।
তখন, বুঝবো নিজকে বড়ই ভাগ্যবান!
বুঝবো তখন, আমি মহানের মেহমান।
জমিনের সব দুঃখ মুছে যাবে নিমেষে;
স্বপ্ন সত্য হবে সেদিন, এমন আভাসে।
এই হোক আমাদের সকলেরই কামনা
পূরণ করো প্রিয়, দিও না আর যাতনা।