অনন্তকালের ওই, প্রশান্তির দেশে-
দুঃখ দিও না প্রভু, সফরের শেষে!
নীরবে তুলেছি দু’হাত নিশি রাতে
ফিরিয়ে দিও না কোন-অজুহাতে!

জমিনের জীবন! খুবই তুচ্ছ জানি;
তাই তো টানি নীরবে এমন ঘানি!
তোমায় স্মরণ করি এ হৃদে রেখে
বেশুমার বেদনাকে পাঁজরে মেখে!

আঁধারের গহীন থেকে টেনে নিও-
আমার মনকে আলোয় ভরে দিও,
সত্য যেন-আমি, প্রতিপালন করি
ঈমানকে যেন, বলিষ্ঠ ভাবে গড়ি।

তোমার প্রতি বিনীত-আরজ প্রিয়-
আমার সব ত্রুটি ক্ষমা করে দিও।