কত সহজেই ভুলে যাই ত্যাগীদের অবদান!
অথচ, এখনো শুকায়নি, সেই রক্তের দাগ!
বাতাসে ভাসে আজও শহীদদের সুঘ্রাণ।
ভোগের বাজারে নেই যে শোকের কদর-
মসনদের স্বাদ চায় এখনই উন্মত্ত গিধড়!
বেফাঁস-বাচালদের সইছে না মোটে ত্বর!
ভুলেছি বোনের কান্না-মায়ের আদর!
ক্ষমতার স্বপ্নে বিভোর নিলাজ বাঁদর!

একাত্তরের রণাঙ্গনের কথা আজও ভুলি নাই
ভুলি নাই আজও বক্কার-হামিদ-সেলিম ভাই!
কেউ জীবন দেয়! কেউ ক্ষমতার ভাগ চায়!
কারো চোখে ঝরে জল! কেউ করে অভিনয়!
কেউ করে ভোগ আর কেউ চায় অধিকার!
কেউ হয়-কেউ বা হতে চায় স্বৈরাচার!