চিরমুক্তির তরে আল্লাহর সাথে
চুক্তি করেছি নবায়ন,
ভক্তির সাথে, তাঁকে স্রষ্টা মানা
সর্বপ্রথমে প্রয়োজন।
তারপর চলো বিশ্বাস করে নেই
তিনিই একমাত্র প্রভু,
মুহম্মদ(সাঃ), তাঁর প্রেরীত দূত
অমান্য নয়তো কভু।
নামাজ পড়বো প্রত্যহ পাঁচবার-
নয় কোন গাফিলতি,
হজ্বব্রত করবো পালন হই যদি
ধনিক বা পুঁজিপতি।
যাকাত দিতেই হবে নিয়ম মত
পরিজন-প্রতিবেশী,
সকলেই যেন থাকি মিলেমিশে
রই যেন হাসিখুশি।
আল্লাহর আইন হবে সংবিধান
তাঁর হবো দাসদাসী
তবেই হবো ঈমানদার আমরা
চলবে না কমবশি।