বহু সহস্র তরুণদের বুকের খুনে
পেয়েছি স্বাধীনতা ফিরে পুনরায়!
হে তরুণ, নিতে হবে তোমাদের
তাকে রক্ষা করার পরিপূর্ণ দায়।
নইলে বুঝি-আবারো হবো ক্ষয়!
তাই বলি-তারুণ্যের হোক জয়।
প্রবীণের অন্তরে ধরেছে মরিচা!
করে নয়-ছয়! যদিও সবাই নয়;
গর্দানে আছে, স্বৈরাচারের ভূত!
ওরা খায় নিত্য দাজ্জালের মূত!
খাবলে ধরেছে তাদের অবক্ষয়!
তাই বলি-তারুণ্যের হোক জয়।
এখনো ভাবে নিজেই বিগ বস!
বেপরোয়া ভাব! চিনে না তাজ!
দুর্নীতিতেই আচ্ছন্ন থাকে ওরা!
ওদের হাতে দিওনা তুলে ঝান্ডা
করে দিতে পারে, ফের বিক্রয়!
তাই বলি-তারুণ্যের হোক জয়।
পাপের পথে ওরা করে বিচরণ!
বোঝেনা দর্শন! মানেনা বিধান!
ফাঁক খুঁজে পেতে নিষিদ্ধ কড়ি!
সতর্ক থেক প্রিয় বীর অনুজাত;
সচেষ্ট থেক, করতে বিশ্ববিজয়,
তাই বলি-তারুণ্যের হোক জয়।