ষোলটি বছর ওদের হারিয়ে গেল অন্ধকার কারাগারে!
শুধুমাত্র কারো আমরণ ক্ষমতা ভোগের খায়েশ পূরণে!
ওরা কি পারবে, তাদের সে পূর্ব জীবন ফিরিয়ে দিতে?
বিচার কি আর হবে ওদের, এই-আসুরিক-অপরাধের?
মানুষ কতটা ভয়ানক নির্মম হলে, এমন করতে পারে!
তারপরও ওরা মনে করে নিজদের, কত না জনদরদী!
ওহ্ দেবদূত! কারো সাথে তুল্য নয় বুঝি দেশপ্রেমের!
জনগণের তরে দু'চোখে ঝরে মাঝে মধ্যেই-অশ্রুবন্যা!
সবারই মুক্তি চায়! মুসলিম হয়েও, চায় না খেলাফত!
নবীর-উম্মত হয়েও! চায় না তাঁর মত-মদিনার শাসন!
যারা জানে না, কি হবে আগামীদিন-তারা রচে বিধান!
ভিখারীর মত দ্বারে দ্বারে ঘুরে! প্রতিশ্রুতি দেয় মুক্তির!
অথচ বছর না ঘুরতেই গড়ে প্রাসাদ, পেতে নানা ফাঁদ।
মিটে যায় চিরতরে প্রজাদের মানুষের মত বাঁচার সাধ!
তাগুত>যারা নিজেদের অপশক্তি প্রয়োগ করে মু’মিনদেরকে নিজেদের জীবনে তাদের দ্বীন পালন থেকে বাধার সৃষ্টি করে এবং আল্লাহর বিধানের পরিবর্তে অন্যরূপ বিধানে চলতে বাধ্য করে তারাই তাগুত।