প্রতিশোধপরায়ণ পরাজিত-অসভ্য ক্রসেডার!
নাস্তিক্যবাদী-হিন্দুত্ববাদী আর প্রকৃতিবাদীদের
সমন্বয়ে গড়ে উঠেছে বৈচিত্রবাদীর বিশ্বজোট!
তাদের বিশ্বধ্বজা-আজ মুসলিম রক্তে রঞ্জিত!
তাদেরই সম্মিলিত প্রয়াসে নির্বিবাদে বিশ্বজুড়ে
চলছে মুসলিম নিধনের আনন্দঘন মহোৎসব!
অপকৌশলে সচেষ্ট রুখতে ইসলামের উত্থান!
বহু-অপবাদে বানচাল করো আল্লাহ্’র বিধান!

মানব রচিত আইনে বৈধ এখন মাদকের হাট!
ধর্ষণের উৎসবে কোথায় এখন নারীদের স্থান?
বাদ্যযন্ত্রের সুরে সুরে গাও মানবতার জয়গান!
মানবতা গেলো! অধিকার চাই-বলে রাজপথে-
সকাল-বিকাল গড়ে তোলো দুর্বার আন্দোলন!
লিখতে পার না নান্দনিকতার-অনন্য মতবাদ;
পাওনা আলোর সন্ধান-পাওনা সৌন্দর্যের ঘ্রাণ
অস্বীকার করো সৃষ্টির কল্যাণে স্রষ্টার অবদান!

কোথায় সাম্য? বৈষম্যে হয়েছে বিশ্ব কলুষিত!
পারমানবিক হাতিয়ারে সজ্জিত হয়েছ সবাই!
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়! মুসলমানের বেলায়!
হায় মুসলিম-তাদের সাথে পাও মিলাও চলায়!
আর কবে! হাঁটবে সত্য পথে নবীর মত করে!
হযরত আলী-ওমর-খালিদের মত দুর্দম হবে?
কার ভয়ে হও জড়সড়! মরণ করবে না ক্ষমা
সাথে হবে, তোমার-আমলনামায় পাপ জমা।

https://www.youtube.com/watch?v=WJYF73fDgUM