আলোর মিছিলে দূরে যায় অমানিশা।
সেদিন জনিয়েছিলেন আল্লাহ্’র দূতে,
জমিনের সবাইকে অনন্তমুক্তির দিশা।
আমরা যদি হই, পূত-সত্যের সৈনিক
নিশ্চয়ই পাব ওপারে জান্নাতের ভিসা।
বিজ্ঞানের বাটখারায় যতই কর ওজন-
আমি করি স্রষ্টায় বিশ্বাস-সাথে ভরসা।
নেই-আমার মাঝে সত্য নিয়ে হতাশা।

আমি চাই সত্য স্থাপিত হোক বিশ্বময়;
শান্তি বহাল হোক-হোক সততার জয়।
দুনিয়া ক'দিনের! দুঃখ সইতে পারলে
চিরকাল সুখ পাব-জমিনে সতর্ক হলে,
স্রষ্টায় থাকলে-আস্থা-বিশ্বাস শক্ত হয়;
তবেই কাটে পরকালে-আযাবের ভয়।