কোন প্রাণীই পরিপূর্ণ সত্তার অধিকারী নয়।
তাইতো অহমিতরা প্রতিবার ভূপাতিত হয়।
কে পারে ইচ্ছার প্রতিফলন ঘটাতে বয়নে?
তুমি কি পার, হও; বলে হওয়াতে জমিনে?
আমি তো স্রষ্টা নই, আমার জ্ঞানও সীমিত।
প্রভুর মত, কেউ কি করতে পারে মোহিত।
কেউতো পারেনা কোন কিছু করতে রহিত!
যেমন পারেন বিধাতা তাঁর সৃষ্টিদের সহিত।
কে পারে লবনযুক্ত জলের কুলুঙ্গি বানাতে
পারবে না জানি কেউ সৃষ্টির রহস্য শুনাতে।
আত্মা ছাড়া প্রাণ, বিবশ হয়ে যাবে জগতে-
কেউ কি পারবে, তার দেহে আত্মা গড়তে?
কে পারে, কোরআনের মত বিধান রচিতে,
কার আছে জ্ঞান, যে পারে মৃতকে বাঁচাতে।