সৃষ্টির রহস্য দুর্বোধ্য হলেও চটকদার কম নয়!
আমার জ্ঞানের সীমাবদ্ধতা আর ভাষার অনটন
আমাকে বঞ্চিত করে পরিতৃপ্তির আনন্দ থেকে!
যে দিকে তাকাই দেখি শুধু বিস্ময় আর বিস্ময়;
যতই দেখি ততই ভাবি, সৃষ্টির রহস্য কোথায়!
শুধু বাড়তেই থাকে কৌতুহল মিটে না প্রশান্তি!
হৃদের কাছে প্রশ্ন করে, পাই না খুঁজে সমাধান,
নান্দনিক এ সৃষ্টি কি স্বয়ংক্রিয়? মিমাংসা চাই!
আঁধার রজনীতে যখন দেখি আলোর ফোয়ারা
রাতের গাঁয়েতে জোনাকির বিচিত্র আনাগোনা!
সৈকতে আছড়ে পড়া সমুদ্রের ঢেউয়ের ফেনা;
নিসর্গের অনিন্দ্য আল্পনা, বিস্ময় নেই কোথা!
আরেক বিস্ময়! মহাবিস্ময় হয়ে লুব্ধ করে মন-
তন্বী অস্থি! যা সৃষ্টি অসম্ভব ব্যতীত স্বয়ং স্রষ্টা।