অক্টোবর আটাশ, দু' হাজার ছয় থেকে
দু' হাজার তেইশ ইতিহাস শিক্ষা দেয়;
সংঘাতের জীবাণু কি করে বুনতে হয়!
কিভাবে পেতে হয় নিজের পক্ষে জয়।
তপ্তরাজপথে জনতার উগ্র আন্দোলন-
মুখোমুখি পক্ষ যত! কারো নেই ভয়!
যার যার নক্সা করতে চায় বাস্তবায়ন,
কেউ পিছু না হটলে রক্ত হবেই ক্ষয়!
পরস্পর হারিয়ে দিতে ধরে বসে খুঁৎ!
নড়বড়ে হবে কার শক্ত-মজবুত ভিত,
কার ফন্দি সেরা, কে হবে অনিশ্চিত!
জোর যার মুলুক তার দাবীটা অদ্ভূত!
তবে কি অনন্ত বিদ্বেষে জ্বলবে দেশ!
দ্বন্দ্বই কি শেষ কথা! কত রবে রেশ!