মানবতা যখন বিশ্বের দেশে দেশে অবদমিত!
জীবনবোধ যখন জমিনে উপেক্ষিত-প্রশ্নবিদ্ধ!
ভালোবাসা যখন পণ্যের মত বর্ণহীন দেখায়!
প্রেমপ্রীতির বেহাল দশায় সমাজ খেই হারায়!
মানুষ হয়ে উঠে অমানুষ, ভয়ানক নির্মমতায়!
পরিবেশ আগ্রাসী হয়ে উঠে-হয়ে উঠে নির্দয়!
অশ্লীলতা যখন ছদ্মবেশে অরণ্যের রঙ ছড়ায়!
অথচ, সেই বিশ্ব তখন আর কারো কাম্য নয়।
তখন চাই, কবিদের বলিষ্ঠ কলম গর্জে উঠুক;
প্রতিবাদের শাণিত কবিতায়, নিপীড়ক কাঁপুক,
ঝলসে যাক ভ্রষ্ট জনপদ! সত্যের রুদ্র শিখায়;
আসুক, সুনামীর ঢেউ! পুনর্জাগরণ আঙিনায়।
আবার, বিশ্বাসী নিঃশ্বাসে শান্ত হোক হৃদ-মন
পুনঃ অঙ্কুরিত হোক সবুজ জমিনে সুস্থ জীবন।