বিনা মাসুলে বেচো না বিশ্বস্তকে;
ঊর্ধ্বস্থ প্রশিক্ষণের তরে আর নয়
কাউকেই কখনো বিদেশ প্রেরণ!
বিশ্বাসী হয় না বিকিকিনি সহজে
তবে, সবার থাকে কিছু দুর্বলতা!
তাই নিজের অজান্তেই হয়ে যায়
প্রলোভনে মহাচক্রান্তের শিকার!
প্রয়োজনে, বিশেষজ্ঞ দেশে এনে
সমাধা করবে, প্রশিক্ষণের কাজ।
সময়ে, সাবধান না হলে দেখবে
বিশ্বস্তই হবে তখন শক্ত-অমিত্র!
অনুশোচনা করেও পাবে না কুল,
ধরিয়ে দিবেই হাতে ধুতুরা ফুল!
সেদিন বুঝবে তুমি নিজের ভুল!