বিবেকহীন দুরাচারী ধনীর পড়শী হলে
থাকতে হয় সর্বদা, তাদেরই পদতলে!
মামুগণ দৃশ্যত, কিচিরমিচির করলেও
আছে কিন্তু, ভয়ানক চাপে-যাঁতাকলে!
নিজেদের খবর নেই, বেশি কথা বলে!
বিভেদ বাড়িয়ে দিয়ে বেশ খুশি থাকে!
পছন্দ হ'লে ভাল, নইলে ছেঁকে ফেলে
সুরে যদি মিল হয় কোলে তুলে রাখে!
চোখে চোখ রেখে করে, প্রেম বিনিময়
অকাতরে দিয়ে ফেলে মূল্যবান হৃদয়;
আনন্দ-উল্লাসে! মেতে উঠে জয়গানে
দিতে থাকে দৈবদুর্বিপাকে ঢের অভয়।
কিন্তু বাছাধন! স্বার্থ যদি না হয় পূরণ!
তখনই পাঠায় নাশী! রায় দেয়, মরণ!