অনেক হয়েছে খেলা! খাপছাড়া পথচলা!
সময় গড়িয়েছে ঢের, আর নয় ছলা কলা
শান্তির প্রয়োজনেই চাই আজ আত্মশুদ্ধি;
সমাজ গড়তে চাই মিতাচার, মেধা-বুদ্ধি!

এসো, সংশোধন করি নিজের দোষত্রুটি;
আর নয় হেলাফেলা! মোটে নয় খুনসুটি,
আর নয় লুটপাট, ছিনতাই অন্যের খানা
নিও না ছিনিয়ে আর কারো মুখের দানা।

আর নয় বিলাসিতা! নয় বেহিসাবী ব্যয়!
দেশটাকে গড়তেই, রুখতে চাই-অপচয়।
এ দেশ জনতার, নয় কারো বাপ-দাদার
শৃঙ্খলা রক্ষায় চাই সবার তরে সুবিচার।

তবেই ঘুচবে বৈষম্য! থাকবে না বেকার;
আসবে সুদিন তবেই রইবে না হাহাকার!