প্রত্যাশা যখন পূর্ণ হলে-বার্তা আসবে ঘরে;
আবেগাপ্লুতজন নেত্রজল ঝরাবে অঝোরে!
উন্মুক্ত হয়ে যাবে সম্ভাবনাময় নতুন দুয়ার।
উঠবে পূর্বে সোনালি অরুণ, ঘুচবে আঁধার।
টালমাটাল সেইক্ষণে দেনা বাকি রবে ঢের,
সুনামীর বিশাল ঢেউয়ে! ভেসে যাবে ঘের!
বালির বাঁধও চূর্ণ হবে, রবে নারে অবশেষ,
ব্যবসা আর করবি কত নিয়ে সোনারদেশ?
একে একে কত বসন্ত, করে আসলি পার!
ঋণের বোঝা বাড়িয়ে দিয়েছিস নিয়ে ধার!
বর্ণচোরাদের মত কত মিথ্যার করবি চাষ?
সময় ফুরোলে বন্ধ হবে দম, রবে না শ্বাস!
কানাকড়ি দাম রবে না, কে নিবে রে ঘরে!
কে নেয় আর কার খবর, ঠাঁই হলে কবরে!