নাটক-ফাটক চলছে মাঠে
মরছে মানুষ যন্ত্রণায়!
কারো কারো অন্তর ফাটে
প্রতারকের সান্ত্বনায়!
জনতাই যাদের মূল পুঁজি
নেই কোন ঠকার ভয়,
জননেতা হতে পারলেই
কিছু একটা হবে জয়।
লগ্নী করে কমিশন নেয়া
আজ নাকি দোষ নয়,
তাই কারো নেই পরোয়া
সেটাই বড় পরিচয়!
অহম ভরে পথ চলা তার
নিত্য দিনের কর্ম!
যখন যেটা দরকার সেটা
হয়ে যায় তার বর্ম!
দিন কিন্তু যায় না সমান;
আসে দুখের দিন!
ঠিক তখনই পড়বে মনে
শুধিতে হইবে ঋণ।