সুবিধাবাদীরাই হয়ে থাকে ধান্দাবাজ!
স্বার্থের গড়মিল হলে, পণ ভুলে যায়!
মাঝে-মধ্যেই বলে বসে, নষ্ট এ রাজ!
সুবিধাবাদীরাই হয়ে থাকে ধান্দাবাজ!
একারণেই নৈরাজ্য বেড়ে গেছে আজ;
স্বৈরাচারী ওরা, তাই নেয় নারে দায়!
সুবিধাবাদীরাই হয়ে থাকে ধান্দাবাজ!
স্বার্থের গড়মিল হলে, পণ ভুলে যায়!