বধুর শাশুড়ি যদি মা সম হয়;
জগতকে জান্নাতের মত পায়।
যদিও মানুষজন ফেরেস্তা নয়,
কেউ বা শয়তানকে পায় ভয়।

পিশাচকে ভয় নয় ঘৃণা করো-
আল্লাহ্’র রজ্জুকে কষে ধরো,
দেখবে জীবন কত মিষ্টি হয়;
করতে পারবে মহানকে জয়।

জাপটে ধরে যদি, ভ্রষ্টা জাল-
ক্লান্ত হয়ে যাবে মজবুত হাল,
সত্যরে বানাতে পারলে ঢাল;
প্রসন্ন বায়ু পাবে নগন্য পাল।

রুখতে পার যদি ভন্ডের চাল
সত্য হয়ে যাবে রুদ্র মহাকাল।