সত্য একটা জ্যোতি; একটা পরিপূর্ণ মহাশক্তি।
যা মিথ্যারে পরাজিত করে জন্ম দেয় সুন্দরের।
জ্ঞানই বলি আর বিজ্ঞান; যদি সত্য নির্ভর হয়,
তবেই তা হয় সৃষ্টিবান্ধব-অবিনশ্বর-কল্যাণময়;
নতুবা, দৈবাৎ চমকিত করে নিষ্প্রভ হয়ে যায়।
নিজেই যে অসহায়, সে কখনো সার্বভৌম নয়;
সে শুধু প্রতারকই নয়! শিরোনামও হ’তে চায়!
এভাবেই উন্মোচন করে সে দম্ভ-আত্মপরিচয়!
ওরা ব্যধিযুক্ত! ওরা কৌশলে শুষে নেয়, রক্ত!
ক্ষমতার শীর্ষে থাকার তরে হয় পামরের ভক্ত!
ওরা মানে না মহান স্রষ্টার বিধানের কোন শর্ত
মানে না তাঁর আনুগত্য! মানে না তাঁর নেতৃত্ব!
ভাবে নিজেই মহাক্ষমতাধর! বিশ্ব করবে জয়!
অথচ কতই না অর্বাচীন! মরলে হয় দুর্গন্ধময়!