ব্যতিব্যস্ত জন টানে আজীবন-জীবনের ঘানি!
হারায় অবশেষে মানুষের ভিড়ে, মেনে গ্লানি!
কবির নন্দিত কলমে যার নাম জীবনসংগ্রাম!
স্থিতি ধরে রাখতে যারা ঘাম ঝরায় অবিরাম!
অথচ, দিনশেষে রেখে যায় অসমাপ্ত কর্মসূচী!
বাদ পড়ে না রাজা-বাদশা-নিঃস্ব কিংবা মুচি!
তথাপিও করি কত বাহাদুরী না মেনে বিধান!
স্বয়ং রচনা করি খেয়ালের বশে সেজে প্রধান!
যদিও কিছু সত্যান্বেষীগণ থাকতে চায় বিশুদ্ধ;
সত্যের সাথে বৈধ প্রাচীরে রয়ে যায় অবরুদ্ধ!
যাদেরে অবজ্ঞা করি নিজেদের স্বভাব দোষে-
ঘৃণায়-উপেক্ষায় তারা জনস্রোতে যায় ভেসে!
ঈর্ষা অথবা অবহেলায়! চাপাই কত অপবাদ!
তবু ওরা নিজের মত গ্রহণ করে সত্যের স্বাদ।