ছন্দের গন্ধে মন্দ ভেসে যাক
বুড়িগঙ্গার দূষিত জলে,
সেলিব্রেটির নামে বারবনিতা
নির্যাস সব শুষে ছলে!
প্রতিশোধের নির্মমতায় বাসর-
সংসার ভেঙ্গে হয় চূর্ণ!
কারাগারে কাঁদে নির্দোষ পত্নী
মানবিকতা হয় বিবর্ণ!
তামাশার ফাঁদে জনগণ খাদে
অভিশপ্ত পিশাচ হাসে,
মুক্তির বদলে মৃত্যুকে পেলে
জনপদ পূর্ণ হয় লাশে!
অলিক স্বপ্নে বিভোর পাষন্ড
জ্ঞান পাঠায় নির্বাসনে!
শান্তির নামে ভয়ংকর কান্ড
প্রকাশ পায় দুঃশাসনে!
অগণ্য লোক প্রকাশে শোক
আহাজারি করে রোজ,
পামরের গোষ্ঠী করে উল্লাস
আড়ম্বরে করে ভোজ!