সত্য যখনই স্ফুলিঙ্গের মত করে ছড়িয়ে পড়ে;
মিথ্যা তখন শঙ্কিত হয়ে, উৎকন্ঠা প্রকাশ করে।
শয়তান হারার ভয়ে ষড়যন্ত্রের পথ বেছে নেয়!
আর আল্লাহ্ তাঁর বান্দার ঈমান পরীক্ষার তরে
মুসিবতকে! অনেক বেশি জ্বালাময় করে দেয়।
তবে এখানেই শেষ নয়, শেষ আরো দূরে রয়।
বিজয়ীদের তরে, সুখ-সুবিচার মিলবে সেথায়।
সে কারণে ওরা নির্ভয়ে জুলুমকে রুখে দাঁড়ায়।
অন্ধকার তাড়াতে তারা, জ্বালায় দ্বীনের আলো,
প্রভুর বাণী দিয়ে বেদাগ করে, হৃদয়ের কালো।
প্রতিরোধ গড়ে, ঈমানের জ্যোতি দিয়ে সহজে;
পারে না শয়তান অপরাধবোধ ঢুকাতে মগজে।
নমিত শিরে, আল্লাহর কাছে করে আত্মসমর্পণ,
বিনম্র আচারে ক্ষমা চায় বিলাস করে বিসর্জন।