সাত জানুয়ারী, দু’হাজার চব্বিশে ঘটেছে
স্রষ্টাদ্রোহী শয়তানের অভাবনীয় পরাজয়!
অধিকারহীন-অসংগঠিত গণমানুষের এই
নীরব অভ্যুত্থান কাঁপিয়ে দিয়েছে বর্তমান
বিশ্বের তাগুতী অপরাজনীতির ভিতকেই!
এ আর কিছু নয়-আল্লাহ্’র ইচ্ছার বিজয়।
হেরে গেছে স্বৈরবিধান! পুঁজিবাদী বিশ্বের-
তথাকথিত গণতন্ত্রের শয়তানী আবিস্কার!
হেরেছে সে সব রাজপথ কাঁপানো যোদ্ধা!
যারা দাবী করে নিজদের সত্যের সৈনিক!
ওরাও ব্যর্থ হয়েছে জনতার মহাবিজয়কে
স্বাগত জানাতে, পড়ে অনৈক্যের ধোঁকায়।
হেরে গেছে দুনিয়ার তাবৎ শয়তানী শক্তি।
এটা সেই সত্য আগমনের মহা আলামত।
যার ভয়ে শঙ্কিত প্রচন্ড দাম্ভিক পরাশক্তি!
লজ্জা লুকাবার তরে, করছে কত কসরত!