ওরা কৈশোর-তারুণ্যের সমন্বয়ক;
মহাসত্যের সৈনিক ওরা বিপ্লবী বীর।
বারুদহীন আগুনের গোলার মত-অস্তিমান!
মৃত্যুকে করে না ভয়-বিশ্ব করবে জয়।
ওরা শেকড়কে করে না অস্বীকার;
মজলুম জনপদে শান্তির পতাকাবাহী-
অশান্তির বাহকদের করে ছারখার!
মুক্তির অঙ্গীকার করেছে ওদের অগ্রসর।
ওরা শহীদের কাফেলায় শামিল হওয়া মৃত্যুহীন;
মিথ্যাকে পরাভূত করে সত্যকে করে উড্ডীন।
ওরা দাম্ভিক জালিমের অহং করে চূর্ণ-
ওরা মহা সঙ্কটেও থাকে ধৈর্যশীল;
সত্যের সংগ্রামে লিপ্ত থাকে বিরামহীন।
স্রষ্টার প্রতি অবনত-ওরা; আদর্শের প্রতীক-
অনন্ত জীবনের সৌন্দর্য-ওরা সত্যেই থাকে লীন।
তাই তো ওরা সত্যকেই মেনেছে দ্বীন।
তাঁরই তলোয়ার-ওরাই শ্রেষ্ঠ! নয় তো হীন।