হলো স্বাধীনতা যুদ্ধ! শহীদ হলো লক্ষ জনতা!
নব্বইয়ের পরেও জনতা পেল না তো ক্ষমতা!
অবশেষে হয়, দু'হাজার চব্বিশে গণঅভ্যুত্থান!
তবুও রাজাদের দেশে হয়, গণমানুষ অপমান!
রাজা যায় রাজা আসে ভূখা থাকে সেই বেশে!
অথচ, শহীদদের জননীরা-অকুলে যায় ভেসে!
সাথে সক্রিয় থাকে খুনীদের নির্ভীক অভিযান!
উত্তরোত্তর প্রজাদের স্বপ্ন-ভেঙ্গে হয় খান খান!

শুধু ক্ষমতার হাত বদল হয় ভয়ঙ্কর পরাক্রমে!
নীতির গীতি দম হারায় শুরুতে, হত্যা জখমে!
প্রলয় থামে না আর আমাদের নির্ধন জনপদে!
তবে কি মরবো পড়ে যন্ত্রণাময় ভয়ানক খাদে!

ঝড়ের পরে, উঠতো যদি জ্বলে ফের বাতিঘর।
তখন মুক্ত হতাম শত্রু হতো প্রিয় না হয়ে পর।