ঘুরে ফিরে একটাই বোল, ধরে মারো জঙ্গী!
অথচ, বোঝে না-নিজেরা কত নির্মম জংলী!
স্বস্বার্থে তুলে দেয় স্বজনকে হায়েনার হাতে!
আয়নাঘরে নির্যাতন করে! পচা দেয় খেতে!
ক্ষুধা তার মিটে নারে! পিয়াস মেটায় খুনে!
ভুলেনা বিগতের ঋণ, পরিশোধ করে নুনে!
প্রতিহিংসায় জ্বলে মন! শুধু চায় প্রতিশোধ!
অতুষ্টির বিদ্বেষে! মরে গেছে ন্যুনতম বোধ!

দৈন্য মিটে না যার! ধনাধার করে লুটপাট!
কবরের মাটিতে ভরাবে পেট! ছিল-অঘাট!
এমন কপাল যেন হয় না কারও পৃথিবীতে!
পালিয়ে বাঁচতে হয়, তবু দিনের আলোতে!
তবুও বোঝে না, মানুষে কতটাই করে ঘৃণা
করে না পরিশোধ! আল্লাহ্’র-অসীম দেনা!