রাজার বাজার বেজায় গরম
প্রজার দেহে ঝরে ঘাম!
সবকিছু যখন আগের মতই
কারণ কি, বদলে নাম!
আগেও যারা মারতো মানুষ
হরহামেশ-রাতবিরাত,
তারাই আবার এখন দেখছি
নবরূপে পাতে ফাঁদ!
যে সরিষায় তাড়াইবা দানব
তাতেই থাকলে ভূত!
কারো ভাগ্যে জুটবে নাতো
মাছ মাংস ডিম দুধ!
যোগ্যজনের থাকলে দৈন্য
কেমনে হয় শোধন!
স্বপন টপন আর না দেখে
ছেড়ে দাও বোধন।
ঘাটতি যদি, থাকে মেধায়
মিলবে না রে ফল!
কাজ হবে না ঢেলে ঢুলে
নির্জীব গাছে জল!