লুব্ধক যেমন কার্তিকে নির্লজ্জ হয়ে যায়!
তেমন শ্বরহীনরা থাকে ফাগুনের আশায়;
আগুনের মতই উত্তপ্ত হয় দিনের বেলায়!
আল্লাহ্-নবীদের গালি দেয় সর্ব অবস্থায়!
নারীকে নির্বস্ত্র করে সম্ভোগ করতে চায়!
ওরা সৃষ্টি করে জমিনে ভয়ানক-অবক্ষয়!
সত্যবাদীদের নাম খাস্তা করে সুখ পায়!
প্রতিবাদীর গুষ্টি কিলায়-অযুত বাহানায়!
বেহুদা-কুৎসিত বাক্যবাণে জমিন পচায়!
নন্দিতদের-দুর্নাম দিয়ে মহোল্লসিত হয়!
ভেবে বসে ওরা! এবার পেয়েছে বিজয়!
ছড়িয়ে দেয়-ইথারে ওদের নাম পরিচয়!
ওরা মূলত শ্বরহীন, চায় হকের পরাজয়;
নিজেদের অজান্তে শক্তির করে অপচয়!
স্রষ্টা ওদের-ঈমানের পরীক্ষা নিয়ে নেয়।