তাসের বাসরে চলছে আহা শক্ত লড়াই!
সন্দিগ্ধ চোখ! দম ফেলাবার সময় নাই!
কার হাতে লুকিয়ে আছে তুরুপের তাস-
ওভারট্রামে পড়বে, কখন যে কার লাশ!
ধূর্তরা থাকে-ইস্কাপনের টেক্কার আশায়!
জোচ্চোর-গেঁড়া করে, চোখের ইশারায়!
কখন কারা বদলে যায় পেলে বড় দাম;
পাশা উল্টাতে মারে ট্রামের উপর ট্রাম!
আঁধার জগতে ওরা! গোপনে করে বাস
বোঝে না বৈধতা, অপকর্মের করে চাষ!
মাঝে মাঝে রঙ্গছড়া-ইথারে করে ফাঁস!
স্বার্থের প্রয়োজনে, হয় কত প্রভুর দাস।
কল্পলোকে করে ওরা-অবিরত সন্তরণ!
ক্ষতিপূরণে করে! নিলামের-আয়োজন!