উজানে পাড়ি দিও সাহসী দুর্গম পথ
তবু দানবের কাছে নয় আত্মসমর্পন;
দিক না অপবাদ-আসুক কালো রাত
ধকলে ছেড়ো না ভয়ে, ঐক্যের পণ।
ফেলে গেছে ওরা এ জমিনটা খাদে!
তুলতে গেলে ওরা ফেলে নব ফাঁদে!
কৌশল করে আবার কত ছলে বাঁধে,
কিছুনা বলতে কত সুরে সুরে কাঁদে!
মেরেছে অতীতে প্রচুর সতেজ প্রাণ!
মিলিয়ে যায়নি আজো ভয়াবহ ঘ্রাণ!
তবু যদি গাও তোমরা, দেশের গান-
ইতিহাস লিখে যাবে তোমরা প্রধান।
পদে পদে বিপদের আছে ঢের গন্ধ-
শক্ত থাকলে পণে ফিরে পাবে ছন্দ।